ঢাকা: চুক্তি হয়েছে পাকিস্তান- সৌদি আরবের, লাফাচ্ছে বাংলাদেশের উপদেষ্টা।
১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ এক সঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ!
তিনি আরও বলেন, আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই।
নিজের দেশ কীভাবে রক্ষা করবেন সেদিকে ওনার ধ্যান বা জ্ঞান কোনোটাই নেই, তিনি আলহামদুলিল্লাহ করছেন পাকিস্তান ও সৌদি আরবের চুক্তিতে।
ভারতের অপারেশন সিঁদুরের পরে ইসলামাবাদ যেন উঠে পড়ে লেগেছে৷ দীর্ঘ আলোচনা করার সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল সই করল ইসলামাবাদ৷
গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন৷
এই চুক্তির মূল কথা হল ‘attack on one, aggression against both’৷
উভয় দেশের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে যে কোনও আগ্রাসনকে অন্যের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।
তবে ভারত হুঁশিয়ার। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ভারত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রভাবগুলি ভালো করে দেখবে।
এক সরকারি বিবৃতিতে, বিদেশ মন্ত্রক আরো জানিয়েছে, ভারত সরকার দেশের জাতীয় স্বার্থরক্ষা এবং সকল ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।