মানিকগঞ্জ: একের পর এক বাসে, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঘটছে বলতে ঘটানো হচ্ছে।
এইবার মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। ভিতরে ঘুমিয়ে ছিলেন চালক। ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) মারাত্মকভাবে দগ্ধ হন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ‘হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ’- এর শিক্ষার্থীদের বহনকারী বাসটি অন্যান্য দিনের মতোই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করা ছিল। রাতে চালক তাবেজ খান বাসের মধ্যেই ছিলেন।
হঠাৎ কিছু দুর্বৃত্ত এসে বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে চালক তাবেজ খান মারাত্মক দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
