ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্র যাচাই-বাছাই করা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন নিয়ে অন্যরকম আবহাওয়া তৈরি করা হচ্ছে দেশে।

প্রাথমিক যাচাই-বাছাই করার পর ছোটোকিছু ত্রুটি থাকলে তা পূরণের জন্য তথ্য চেয়ে ১৫ দিন সময় দেবে সংস্থাটি।

দেশের মানুষ আগেই ভালো ছিলো। এই কথা দেশের জনগণ বলছে। এবং কাজেকর্মেও তাই প্রমাণ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া এই দেশকে রক্ষা করা অসম্ভব।

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছেই।

আগের নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে, এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে।’

গত ২২ জুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় শেষ হয়েছে। এদিন পর্যন্ত ১৪৪টি দলের ১৪৭টি আবেদন কমিশনে জমা পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *