খাগড়াছড়ি: উত্তাল খাগড়াছড়ি। অবরোধ সফল করতে খাগড়াছড়ি- ঢাকা সড়কে নেমে পড়ে শত শত শিক্ষার্থী-জনতা। বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তি এবং ছাত্র নেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্থার ঘটনায় জড়িত সেনা কর্মকর্তার অপসারণ দাবিতে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) জুম্ম ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক এই অবরোধ পালিত হয়।

লণ্ডভণ্ড অবস্থা খাগড়াছড়ির। খাগড়াছড়ির শান্তি কামনা করছে মানুষ।

মারমা স্কুল ছাত্রী ‘ধর্ষণের’ ঘটনায় বিক্ষোভ-উত্তেজনার মধ্যে খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি করে দিয়েছে অবশেষে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির তথ্য জানিয়েছেন।

ধর্ষণের ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়।

এদিকে, বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়িতে আগুন‌ জ্বলছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল থেকেই চলা এই অবরোধে ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী যাওয়ার পথিমধ্যে এক টমটম চালককে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং আলুটিলা পুনর্বাসন এলাকায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।

গুলিবিদ্ধ টমটম চালককে চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *