ঢাকা: ফরিদপুরে এনসিপির পদযাত্রা;
নাকি যুদ্ধের মহড়া চলেছে? জনগণের টাকা দিয়ে পালিত সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দিচ্ছে।
এনসিপির এখন এমন অবস্থা পাহারা ছাড়া এই টোকাইরা ঘর থেকেও বেরোতে পারে না।
রীতিমতো যুদ্ধপ্রস্তুতি আর নিরাপত্তা বহর নিয়ে রাজনৈতিক কর্মসূচি যে রাজনীতির নামে তামাশা ও প্রবঞ্চনা তা মানুষের বুঝতে আর বাকি নেই।
কিংস পার্টির কর্মসূচির নমুনা দেখছে আর হাসছে জাতি।
এরা যেখানেই যাচ্ছে সেখানেই মায়ের কোল খালি হচ্ছে। সপ্তাহব্যাপি অভিযান চালানো হচ্ছে কর্মসূচি শুরু হওয়ার আগের সময়টুকু। বাড়িতে কাউকে থাকতে দেয়া হচ্ছে না।
এদের কর্মসূচীতে কী হয়? কিছুই হয় না! গ্রেফতার ও বাড়িছাড়া হয় তার কয়েকগুণ মানুষ।
এবার চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্র-যুবসমাজকে সংগঠিত করতে এনসিপি মাঠে রয়েছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও আমাদের পদযাত্রা কর্মসূচি হবে।
এতে দলটির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবে। এই কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের সর্বস্তরের জনগণের কাছে এনসিপির বার্তা পৌঁছে দেওয়া হবে।’