ঢাকা: ডিবি পরিচয়ে ডাকাতি, পুলিশ সেজে ডাকাতি এগুলো চলছেই দেশে। ইউনূসের সত্যিকারের পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনা। এরা এখন ইউনূসের কেনা গোলাম হয়েছে। জামাত শিবিরে ভরেছে প্রশাসন।
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেফতার করা হয়। তবে এখানেও আরও ৪-৫ জন পালিয়ে যায়।
এই অভিযানে একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
এরা ডিবি পরিচয় দিয়ে ছিনতাই ডাকাতি করতো।
রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করে তারা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করত।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ জ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মোঃ মেহেদী হাসান ওরফে হাসানের নামে ৪টি, মোঃ বাবুল হাওলাদারের নামে ২টি এবং মোঃ রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা আছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫) ২। মোঃ কামাল হাওলাদার (৩৫) ৩। আব্দুর রহমান হাওলাদার (৩৭) ৪। মোঃ মেহেদী হাসান ওরফে হাসান (৩৮) ৫। মোঃ বাবুল হাওলাদার (৩৮) ৬। মোঃ রমিজ তালুকদার (৩৫) ৭। জান্নাতুল ফেরদৌস (২২)।