লালমনিরহাট: এবার সন্দেহভাজন ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্ত এলাকা থেকে সাতজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।ভারতে সম্প্রতি প্রচুর অবৈধ বাংলাদেশীদের ধরা হচ্ছে ।যারা নথিপত্র ছাড়া ভারতে গিয়ে বসবাস করছিলেন।

সম্প্রতি ধরা পড়ার পর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করে।

বৃহস্পতিবার, ১২ জুন ভোরে দিঘলটারী বিওপির একটি টহল দল তাদের আটক করে। তারা প্রত্যেকে বাংলাদেশি নাগরিক ।

যাদের আটক করা হয়েছে তাঁরা:

১.মো. ওবায়দুর রহমান (৪৫),

২.মোছা. মাহমুদা (৪০),

তাদের পাঁচ সন্তান-

৩.মাহাবুল (১৫),

৪.মজিবর (১৩),

৫.জান্নাতী (৯),

৬.জাহানারা (৭) এবং

৭. ৯ মাস বয়সী একটি শিশু।

জানা যাচ্ছে যে তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধ্বনিরাম গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের প্রমাণ না পাওয়ায় আইনি জটিলতা ছাড়া সকলকে ছেড়ে দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *