ঢাকা: শীতকাল মানেই আলাদা আবেগ, ভালোবাসা। এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে সবাই।
আহা! বাংলার জমিনে শীতকাল চলে আসছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে?
শীতকালের আদুরে প্রকৃতি,মাখো মাখো সকাল,বাহারি রকমের পিঠা,মাঠ ভরা হরেক রকম সবজি…..আহা,আহা,কত কি!
এমন মনে হয় ‘আটপৌরে সব দুঃখগুলো সঙ্গে নিয়ে হারিয়ে যাবো নীল কুয়াশায়। ‘

চলতি শীতের মৌসুমে দেশে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) তীব্র রূপ নিতে পারে।
আবহাওয়া অফিস ৩ মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে শীত সম্পর্কে এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, নভেম্বর থেকে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
কুয়াশা থাকতে পারে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে পারে ফলে শীতের অনুভূতি ভালোই থাকবে।
