নোয়াখালী: শীত বাড়ছে, সাথে বাড়ছে রোগ। শীতে সবচেয়ে কষ্ট শিশু এবং বয়স্কদের।

নোয়াখালীতে হাসাপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা বাড়ছে ক্রমাগত।

ডিসেম্বরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শীতজনিতসহ বিভিন্ন রোগে ১ হাজার ৮৭ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে মারাও গেছে ১৮ জন।

শিশুদের এই শীতে ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, ভাইরাল ডায়রিয়া হচ্ছে। দেখা যাচ্ছে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু।

হাসপাতালের তথ্য বলছে, নভেম্বর মাসে ১ হাজার ৪৭৫ জন শিশু ভর্তি হয়, এবং মারা যায় ১৬ জন এবং অক্টোবর মাসে এক হাজার ৩৭৬ জন শিশু ভর্তি হয়, এবং ২৩ জন শিশু মারা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *