উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক, সমবেদনা, সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান।
এই শোকবার্তায় বলা হয়, আজ সোমবার আকস্মিকভাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
আজ এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মর্মান্তিক এই দুর্ঘটনায় সংঘটিত হতাহতের পরিপ্রেক্ষিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় সংলগ্ন এলাকা ও তার আশেপাশে মানবিক সংকট দেখা দিয়েছে।
আমি এই মানবিক সংকট দূর করার জন্য উদ্ধার কাজ পরিচালনা, সকলকে নিরাপদে স্থানান্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি, আহতদের চিকিৎসার ক্ষেত্রে রক্তদান ও চিকিৎসা সেবা সুগম করতে সকলের প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার শোক সবাই কাটিয়ে উঠুক। পরম করুণাময় সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত সবাইকে সেই শক্তি দান করুক এই প্রত্যাশা করি।