ঢাকা: এমন একজন নেত্রীর সাথে লেগেছে স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গীরা যার কোন দুর্নীতি নেই, যিনি দেশটার উন্নতির জন্যে নিজেকে বিলিয়েছেন, যিনি জনগণকে নিজস্ব শক্তি আর প্রোপার্টি ভেবে সৎ যোগ্য আদর্শ দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
সেই শেখ হাসিনার বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেছে রাজাকার ইউনূস বাহিনী। কত ছলচাতুরি তাঁর বিরুদ্ধে!
এখন তাঁর লকার নাকি জব্দ করা হয়েছে। এখন ১০০০কেজি সোনা ঢুকিয়ে চালিয়ে দেবে এরা, নয়তো অন্য ষড়যন্ত্র খুঁজবে। তারপর শেখ হাসিনার বলে চালিয়ে দিলেই হবে! দেশ তো খাবেই।
পূবালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে সিআইসি। এমনটাই বলা হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।