ঢাকা: একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কতোটা ভঙ্গুর হলে একটা বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরী ভিত্তিতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা সামগ্রী ও বিশেষজ্ঞ ডাক্তার আনতে হচ্ছে!

তবে ভারতের বিষয় আলাদা। কারণ ভারত বাংলাদেশের যে কোনো বিপদে সবচেয়ে আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

এত কূটনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত এবারো সাহায্য দিচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের রাজাকাররা এসব মনে করে না।‌

পরিস্থিতি শিথিল হলে এরাই বলবে ‘কী‌ দরকার ছিলো সাহায্যের’?

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে ঢাকায় পৌঁছেছে।

আন্তঃরাষ্ট্রীয় সমন্বয়ের মাধ্যমে এই সহায়তা এসেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র।

এই চিকিৎসক দল বার্ন ও ট্রমা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এবং তারা সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্ব পালন করবেন।

বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা দগ্ধ শিশুদের চিকিৎসায় আন্তর্জাতিক এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আর এর আগেই ভারত থেকে বার্ন ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল ঢাকায় এসে কাজ শুরু করেছে।

তবে চিকিৎসা খাত তো আগেই খেয়ে বসে আছেন ইউনূস। বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে হচ্ছে। সংস্কারের নামে মুলো ধরিয়েছেন ইউনূস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *