ঢাকা: লোভ লালসায় ধ্বংস মানুষ। গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বৃহৎ পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে এই কাণ্ড।
এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া। এগুলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির।এবং সাথে ৫ মণ মাংস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় কসাইখানায় গাজীপুর জেলার প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ যৌথভাবে অভিযান চালানো হয়।
তবে এই অসাধু চক্রের একজনকেও ধরতে পারেনি বাহিনী। সবাই পালিয়ে যায়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল, যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া এবং জব্দকৃত ৫ মণ ঘোড়ার মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে, পরবর্তীতে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
তবে এগুলো আবার অন্য একজনের জিম্মায় রাখার কারণ বোঝা গেলো না। একবারেই কাজ খালাস করা যেতো।
