ঢাকা: এইমাত্র প্রকাশ হলো এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার হচ্ছে ৬৮.৪৫ শতাংশ।
পরিসংখ্যান বলছে, মোট পাশ করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। এবং জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
গত বছরের তুলনায় এ বছর পাশের হার অনেক কম। এ বছর ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ।
অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
পাশের হার কমাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশে শৈক্ষিক যে সুস্থ পরিবেশ থাকা দরকার সেটা আর নেই। এখন শুধু রাজনীতি। নোংরা রাজনীতির অংশীদার হচ্ছে ছাত্ররাও।