ঢাকা: আর কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে বাংলাদেশের এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা একটু চিন্তায় আছেন, তবে আশাবাদী তারা।
বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই দুপুর দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পদ্ধতি:
➤ সমন্বিত নয়, প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।
২০২৫ সালের এসএসসি রেজাল্ট ফুল মার্কশিটসহ কীভাবে অনলাইনে দেখবেন?
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।
এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ ফুল মার্কশিটসহ অনলাইনে দেখতে চাইলে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
ধাপসমূহঃ
১. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন ।
২. “Examination” অপশন থেকে SSC/Dakhil সিলেক্ট করুন।
৩. Year হিসেবে ২০২৫ নির্বাচন করুন।
৪. আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
৫. আপনার রোল নম্বর সঠিকভাবে লিখুন।
৬. আপনার রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিন।
৭. নিচে দেওয়া ক্যাপচা (গাণিতিক প্রশ্ন) সঠিকভাবে সমাধান করুন।
৮. সব তথ্য ঠিক থাকলে Submit করুন।
তারপর স্ক্রিনে আপনার SSC Result 2025 ফুল মার্কশিটসহ দেখতে পারবেন।
মেসেজে দেখতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিন।
ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে।
এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
(যেমন-SSC Dha ROLL YEAR)। তারপর ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।