নীলফামারী: নীলফামারী লণ্ডভণ্ড ঝড়ে। হঠাৎ ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে।

আজ, রবিবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের ঝড়ে দুমড়ে মুচড়ে যায় সব।

ঘরবাড়ি তো শেষ হয়েছেই, ঘরের চাল উড়ে গিয়েছে, খুব কষ্টকর ব্যাপারগুলো। ফসলের জমিও নষ্ট হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, তাৎক্ষণিক উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। সহায়তা করা হবে এমনটা আশ্বাস দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *