ঢাকা: বাংলাদেশে কোনো জঙ্গী নেই, আছে ছিনতাইকারী। এই মন্তব্য করেছেন
রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জঙ্গী উত্থান হয়েছে বাংলাদেশে, এবং ছিনতাইকারী, ডাকাতের সংখ্যা বাড়ছে। অথচ ছিনতাইকারী আছে জেনেও প্রশাসন দমন করছে না!

ছিনতাইকারী তো প্রাণ কেড়ে নিলো এক ছাত্রের।

রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন এক শিক্ষার্থী। তিনি মারা গেছেন। তাঁর নাম মোর্শেদ আলম তানিম (১৮)।

আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

ছিনতাইকারী বিএনপি জামায়াতের। কারণ তাদের ধর্মই এটা।

গত সোমবার রাতে চকবাজারের মাক্কু শাহ মাজার এলাকায় মোর্শেদ আলম মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় আচমকা ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

টানা হ্যাঁচড়া করতে করতে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মোবাইলটি নিতে পারেনি।

বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর ওই দিন রাতেই তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।

তবে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *