ঢাকা: ওরা সুন্দর করে জুলাই বেচে খাচ্ছে। জনগণের আবেগ তাদের কাছে বড় মূলধন ছিলো একসময়। আর এখন জুলাই বিক্রি করে পেট চালাচ্ছে।

চাঁদাবাজি, নানান অপ-সংস্কৃতির ক্রিয়েটিভিটি শো করছে এরা যা যা তাদের পারদর্শীতা ছিলো।

দেশে এখন শত শত জুলাই বিক্রেতা চাঁদাবাজ নিঃশব্দে চাঁদাবাজি করে যাচ্ছে, কেউ কেউ মাঝেমধ্যে মার খাচ্ছে।
মব আর চাঁদাবাজি এনপিপির মূল নীতি।

পরিষ্কার করে বললে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সরকারের মব বাহিনী।

সরকার নিজে যেটা চক্ষু লজ্জায় করতে পারে না বা ভিতরে ভিতরে করে সেটা এইসব জামাত শিবির হিজবুত তাহরীর দিয়ে বানানো মব বাহিনী দিয়ে করায়।

ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর, জোর করে চেক লিখিয়ে নেওয়া, অফিসে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে তদবির বাণিজ্য, চাঁদাবাজি; এমন কোনো অভিযোগ নেই যা তাদের বিরুদ্ধে নেই।

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিন জড়িয়েছে চাঁদাবাজিতে।

নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন এক নারী।

চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ‘মিথ্যা’ মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজাম উদ্দিন।

শনিবার (৫ জুলাই) সকালে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর চিঠি দেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী।

তাঁকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এগুলো সবই ষড়যন্ত্র।‌এগুলো জনগণকে খাইয়ে আর লাভ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *