মুন্সীগঞ্জ: দাড়ি রেখে, টুপি পরে, হাতে কোরান নিয়ে এত কুকর্ম যে করে বেড়াচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা দিনের পর দিন, এরা তো সমাজ নষ্ট করে ফেলছে!

মাদ্রাসায় আসলে হচ্ছে কী? মাদ্রাসায় মেয়ে, ছেলে সবাই ধর্ষণের শিকার! অথচ বললেই বিপদ। অন্যায়ের প্রতিবাদ করলেই জনগণ হয়ে যায় ইসলাম বিরোধী!

তা ইসলাম কি এই শিক্ষা দিচ্ছে? যেখানে অভিভাবকেরা মাদ্রাসায় ছেলে মেয়েকে পাঠান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। সেখানে হচ্ছেটা কী? ইমামরা ছেলে শিশুকে ধর্ষণ করে বসে থাকে!

মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি যেগুলা হয় তা সবাই জানেন। কেউ মুখ খোলে, কেউ খোলে না।

কোরান পড়ানোর জায়গায় এই নোংরামিকে ইসলাম প্রশ্রয় দিচ্ছে কীভাবে?

এবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে আটক করা হয়েছে । এবং গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিল।

সুস্থতার আশায় মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায়। এ সময় ওই শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী।

স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে যায়।

তবে এরপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সে নিয়ে সন্দেহ আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *