ঢাকা: ঈদে সবাই বাড়িমুখো হয়। গ্রামের বাড়িতে যেতে ইচ্ছুক থাকেন সকলেই। কিন্তু সড়কের কথা ভেবে আগেই নাভিঃশ্বাস ওঠে লোকের।
ঈদুল আজহা উপলক্ষ্যে উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রীদের ভিড় বেড়েছে।
আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে যে যেভাবে পারছেন ছুট দিচ্ছেন। ঢাকা টাঙ্গাইলে মহাসড়কে যানজটের কারণে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলগামী যাত্রীদের।
১ ঘণ্টার রাস্তা হয়েছে এখন ৩ ঘণ্টা। ভাড়া দ্বিগুণ, তারপরেও ঠিকমতো যাওয়া যায় না! ঈদের আগে পুরো এলাকা জ্যামে অচল!
এদিকে রাস্তায় গরুর হাট তো আছেই।চট্টগ্রামের কাপ্তাই সড়ক, হাটহাজারী, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা — অনেক জায়গায় রাস্তার ওপর গরুর হাট বসেছে।
ঈদ যাত্রায় যানজটে চরম ভোগান্তি নাড়ির টানে গ্রামে ফেরা যাত্রীদের।
অবর্ণনীয় কষ্টে গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রীরা বাস থেকে নেমে রাস্তায় বসে একটু প্রশান্তি খুঁজছে।
এদিকে দেখা গেছে, ১০ কিঃমিঃ দীর্ঘ যানজট ,ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা ঈদ যাত্রীরা।
তবে বাড়িতে ঈদ উদ্যাপন করতে চান সকলেই। গাজীপুরের শিল্প-কারখানাগুলোতে কর্মরত মানুষ কর্মস্থল ছাড়তে শুরু করেছেন ঈদের জন্য।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩ জেলার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বৃহত্তর ময়মনসিংহের সাত জেলার মানুষ রাজধানীতে যাতায়াত করেন।
ঈদযাত্রায় লক্ষাধিক মানুষ এই দুটো সড়ক দিয়ে বাড়ি ফিরবেন।