ঢাকা: বাংলাদেশে একজন সুকুমার বডুয়া ছিলেন। সুকুমার রায় শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গে ছড়ার জগতে এক অনবদ্য নাম, তেমনি সুকুমার বডুয়া বাংলাদেশের ছড়া সাহিত্যে অতুলনীয় ঐশ্বর্য দিয়েছেন।
সেই রত্ন সুকুমার বড়ুয়া মারা গিয়েছেন। ‘ছড়াসম্রাট’ খ্যাতি অর্জন করা একুশে পদক পাওয়া কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া আজ শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুকুমার বড়ুয়ার বয়স হয়েছিল ৮৪ বছর।
বয়স হয়েছিলো তাঁর। জানা গেছে, সুকুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন।
সুকুমার বড়ুয়ার মৃত্যুতে দেশবাসী শোকাকুল। তাঁরা স্মৃতিচারণ করছেন।
