ঢাকা: সাবেক শিল্পমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ূনের হাতকড়া পরা অবস্থায় হাসপাতালে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। একদিকে এই ঘটনা, আরেকদিকে জ্বলছে খাগড়াছড়ি।
এই দুটো ঘটনাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও অ্যাক্টিভিস্ট স্বাধীন খসরু।
তিনি ইউনূসকে সরাসরি মব রাজা হিসেবে উল্লেখ করেছেন।
স্বাধীন খসরু লিখেছেন, ‘মব রাজা ইউনুসের দেশে — লা*শের হাতে হাতকড়া!
রাষ্ট্রের সুপরিকল্পিত পরিকল্পনায়, অবহেলা অযত্নে, নির্মম নির্যাতন করে, হাতকড়া পরিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন মন্ত্রী হুমায়ূনের! বাহ্ মানবতা…মানুষ কই? সবদিকে দেখি ইউনুস’!!!
অন্যদিকে, খাগড়াছড়ির ঘটনায় তিনি লিখেছেন, ‘খাগড়াছড়ি পুড়ছে কেন মব রাজা ইউনুসের কাছে জবাব চাই না, ইউনুসের উৎখাত চাই। ইউনুস মুক্ত বাংলাদেশ চাই’!
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বাধীন খসরু একটি ছবি শেয়ার করেন, যেখানে হাসপাতালের বিছানায় শায়িত সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ূনের হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মব রাজা ইউনুসের দেশে — লা*শের হাতে হাতকড়া!”
এর আগে তিনি ড. ইউনূসকে “বঙ্গশত্রু” আখ্যা দিয়েছিলেন।