ঢাকা: যারা মব করছে, তারাই আবার মবের বিরুদ্ধে বলছে। তারাই একে অপরকে মবের জন্য দোষ দিচ্ছে।
বিএনপি,জামাত ও এনসিপি এরা মব করছে, তাদের অঙ্গ সংগঠনসহ। এই কাজটা পরস্পর বোঝাপরা করে করছে, একপক্ষ মব করবে , অন্যপক্ষ দুষবে। অনেকটা সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়োর মতো।
বিএনপি তো মবের রাজা। এদিকে তারেক রহমান মব চেনেন না। পাথর চাপা দিয়ে মারা, চাঁদা না দিলে পিটানো এগুলো কে করছে? কার মদতে হচ্ছে?
এদিকে ওঝা হয়ে ঝাড়ছেন তারেক রহমান।
জাতির শোকের সময়ে জনসাধারণকে ‘শান্ত ও সংহত’ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থি সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি।
“বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি প্রদর্শনের মাধ্যমে মোকাবিলা করতে হবে।”