ঢাকা: তারেক রহমান বাংলাদেশে আসবেন না। যখন আসবেন সেনাবাহিনীর থেকে গ্রীন সিগন্যাল আসবে।

তারেককে ২০০৮ এ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তথা সেনাবাহিনী মেরে মুচলেকা নিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। শর্ত ছিল তিনি আর রাজনীতিতে আসবেন না।

তাই এত লাফালাফি করে কোনো লাভ নেই।

খামোকা বিএনপির নেতা শীঘ্রই আসবেন, অচিরেই আসতেছেন, সময়মত আসবেন এগুলোর কোনো ভিত্তি নাই।

অনেকে তারেক রহমানকে এখনই চাচ্ছেন। কারণ তিনি আসলেই নাকি অনেক কিছুর সমাধান হয়ে যাবে!

কী ঠিক হবে? বিএনপি যা শুরু করেছে, চাঁদাবাজি, খুন সেটা সামলানোর মতো ক্ষমতা, সেই লোভ সামলানোর ক্ষমতা তারেকের নেই।

তারেক রহমান সম্পর্কে কী বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির?

নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তিনি জানালেন ।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষদিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন।’

গতকাল বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত সুধী সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।

হুমায়ূন কবির বলেন, ‘আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।’

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *