ঢাকা: সেই তাসনিম জারা! যিনি কিছুদিন আগে ফেসবুকে নির্বাচনের জন্য অর্থ সহায়তা চেয়ে একটি পোস্ট দেন। এরপর তিনি নিজেই জানান, মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
কিন্তু তিনি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। টাকা নিয়েই খেল খতম।
ভোটের মাঠের রাজনীতি খুব জটিল জিনিস।
এবার ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে মনোনয়ন ফিরে পেয়েছেন অবশেষে।
উল্লেখযোগ্য যে, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই নিয়ে আপিল করবেন জানিয়ে দিয়েছিলেন।
এরপর সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
