ঢাকা: টোকাই দল এনসিপিতে শুরু হয়ে গেছে ভাঙন। একের পর এক আসছে পদত্যাগের খবর।

এবার জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন তাসনূভা জাবীন, ডা. তাসনিম জারা তো আছেনই।

এদিন, রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, জামায়াতের সাথে জোটের বিষয়টি কোনো তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুনিপুণ পরিকল্পিত ছক। ১২৫ জনকে মনোনয়ন দিয়ে শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনের সমঝোতা করে বাকিদের নির্বাচনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, দাবি করেন তিনি।

জাবীন বলেন, ‘‘পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে। যে এনসিপিকে জামায়াতের ‘আরেকটা দোকান’ বলা হয়, সেই অপবাদ ঘুচানোর বদলে নেতারা কেন জামায়াতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছেন?’’

তিনি অভিযোগ করেন, এনসিপি নারী ও মধ্যপন্থার রাজনীতি করার কথা বললেও বাস্তবে জামায়াতের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।

তাসনূভা জাবীন বলেন, ‘‘পুরোনো ফাঁকা বুলির রাজনীতি করতে হলে পুরোনো দলই করতাম। এনসিপি এখন আর জুলাইয়ের স্পিরিট চর্চা করে না, বরং সেটাকে ব্যবহার করে।’’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করেছেন।

তিনি বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়। তাদের সাথে কোনো সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *