পাবনা: বিদ্যালয়ে যতদিন অভিভাবকরা শিক্ষকরা ছাত্রদের শাসনে সায় দিয়েছে ততদিন শিক্ষা ভালো ছিলো। যেদিন থেকে প্রশ্ন করা শুরু করেছে, শিক্ষক কেন শাসন করবেন? সেদিন থেকে শিক্ষাও শেষ!

পাবনার চাটমোহরে শিক্ষক হাফিজুর রহমানের চড়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নাকে ব্যথা লেগেছে।

জানা যাচ্ছে আহত শিশুটি সোয়াদ হোসেন (৮) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

ক্লাস চলাকালে শিক্ষক হাফিজুর রহমানের অনুমতি নিয়ে বাইরে যায় সোয়াদ।

কিন্তু ক্লাসে ফিরতে দেরি হয়। শ্রেণিকক্ষে ঢুকলে শিক্ষক তাকে চড় মারেন। তবে চড়টি গালে না লেগে সরাসরি নাকে লাগলে রক্তক্ষরণ শুরু হয়।

ছাত্রের পরিবার এর বিচার চেয়েছে।

এদিকে দেশের মাদ্রাসাগুলোতে প্রতিদিন শিশুরা হুজুরের ধর্ষণের শিকার হচ্ছে, বাচ্চারা মাদ্রাসায় পড়তে যায়, আর তাদের ধ্বংস করে ছেড়ে দেয় হুজুররা। এইসব বিষয়ে অবশ্য তেমন বিচার চাইতে দেখা যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *