ঢাকা: পাঠ ছেড়ে মাঠে শিক্ষকরা, কিন্তু একেবারেই ভাবনাহীন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শেষ এই দেশে। ৫ আগস্টের পর না আছে কোনো শিক্ষার্থী, না আছে শিক্ষক।
কেউ কাউকে সম্মান দেয়না, ছাত্ররা যেমন শিক্ষক ধরে পেটায়, শিক্ষকদের আচার আচরণও আর আগের মতো নেই।
যাই হোক, টর্নেডোয় রূপ নিচ্ছে সামান্য দাবির আন্দোলন। আজকেও চলছে প্রতিবাদ।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।
এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
শুধু তাই নয়, বলা হচ্ছে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ৩ দফা থেকে ১ দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালেই তারা অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতির ঘোষণা করেন।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা। এসব দাবির বাস্তবায়নে এখনো সরকার প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা।
