ঢাকা: সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে কারিগরি কমিটি।
বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে বিশেষায়িত কারিগরি কমিটি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে এই সুপারিশ জমা দিয়েছে।
কারিগরি কমিটির সুপারিশে সংসদীয় আসনের সীমানা সংশোধন করার বিষয়ে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেছেন, ‘আমরা আজকে কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি।
সীমানা নির্ধারণ আইন অনুযায়ী আমরা বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা নিয়ে যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে আমরা কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’
ইসিতে মোট ৭৯টি আসনের সীমানা পুনরায় নির্ধারণে ৬০০-র বেশি আবেদন জমা পড়ে।
এই বিষয়টি নিয়ে সুপারিশ তুলে ধরতে সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে দেয় নির্বাচন কমিশন।
সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান, নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।