ঢাকা: ঘুষ দিয়ে হলেও আওয়ামী সমর্থকদের, নেতাকর্মীদের ধরা হবে। এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছে এই সরকার। ইউনূস বাহিনীর দমন পীড়নে অস্থির জনগণ।

‎রাজধানীর তেজগাঁও ও বাংলামটরে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় পুলিশের করা সন্ত্রাস বিরোধী আইনের মমলায় এক কলেজ শিক্ষক এবং এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

‎শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

‎‎তেজগাঁওয়ের মামলায় কারাগারে পাঠানো শিক্ষক তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান এবং গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকর (৬০)।

‎আর বাংলামটরের মামলায় কারাগারে পাঠানো আওয়ামী নেতা আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামান।

তবে ইউনূসের পালিত জঙ্গীর মতো কেউ মানুষ হত্যা করেনি। মিছিলকেই ইউনূস বাহিনীর এত ভয়!

তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি। এই দলকে ঠেকানোর ক্ষমতা হারিয়েছেন ইউনূস সাহেব। অতীতেও এমন নজির নেই।

গণজোয়ার উঠেছে জয় বাংলার মিছিলে। এবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হচ্ছে। এইরকম প্রতিদিন মিছিল হচ্ছে, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে, স্লোগান তুলেছে জয় বাংলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *