ঢাকা: মব, খুন, ছিনতাই, লাশ পোড়ানো কোনদিকে কম আছে নোবেলজয়ীর দেশে?
নোবেলজয়ী এক বছর ধরে বাজিমাত করে রেখেছেন। চমকের পর চমক দিচ্ছেন।
এরা নিজেদের ইসলাম ধর্মই রক্ষা করতে পারে না, ইসলামের জন্যেই এরা বিভীষিকা, বাদবাকি হিন্দু ধর্মের আর কী করবে? জঙ্গীবাদে মদত দিচ্ছে আরেক জঙ্গী ইউনূস।
প্রকাশ্য দিবালোকে কবর থেকে লাশ উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে।
অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা না পারছে ধর্ম রক্ষা করতে, না পারছে সামাজিক সংহতি ও মূল্যবোধ অটুট রাখতে। এই দখলদার বাহিনী শুধুই পারছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালাতে।
সাধারণ মানুষ সকাল সন্ধ্যায় বের হতে পারে না। ছিনতাই, খুন চলছে প্রতিদিন।
এরা মূল অপরাধী ও নিজেদের অদক্ষতা আড়াল করতে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছে। একদিকে বলছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই আওয়ামী লীগের উপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়ে যায়। যা চরম হাস্যকর।
৬ সেপ্টেম্বর বেলা ১১টা, মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি সড়কে প্রকাশ্যে ছিনতাই করা হয়।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দিনে-দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাই করা হয়।
এর আগে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় বিকেল ৫টার দিকে প্রকাশ্যে একইরম ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। পুলিশ তো দর্শক। জামাত শিবিরের পুলিশ আর কী করবে?
পুলিশ বলছে, অপরাধ দমনে কাজ করছে তাঁরা।
ডিএমপির পরিসংখ্যান বলছে, তেজগাঁও বিভাগের ছয় থানায় (তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, আদাবর থানা, শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও শ্যামলী থানা) ছিনতাই-ডাকাতির মামলা হয়েছে ৬৮টি।
মতিঝিলের সাত থানায় (মতিঝিল মডেল থানা, পল্টন মডেল থানা, খিলগাঁও মডেল থানা, সবুজবাগ থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর মডেল থানা) চুরির মামলা হয়েছে ২৪৯টি।
আর নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। এমন ঘটনায় করা মামলার সংখ্যা ১৫৭টি।
অপহরণ মামলার শীর্ষে রয়েছে উত্তরা, মামলার সংখ্যা ৩৫টি। আর মাদক-খুন সবচেয়ে বেশি ওয়ারীতে, সাত মাসে মামলা ৬৮৪টি।
তবে মামলা হয় ঠিকই, অপরাধীরা তো বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। কোনো ভয় নেই। তারা জানে, সরকার তাদের, পুলিশ তাদের, সরকার তো নিজেই হত্যাকারী- তো দোষীদের আর কী করবে? তাই মগের মুল্লুক, মবের মুল্লুক চলছে সাবলীল গতিতে।