কুষ্টিয়া: বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে। প্রতিদিন হামলার খবর আসছে! ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি।

সাংবাদিক তুহিন হত্যার পর বেশ কয়েকটি জায়গায় সাংবাদিকদের আরো আঘাতপ্রাপ্ত করা হয়েছে।

এরপর আবার কুষ্টিয়ায়! মহাজন ইউনূস, প্রশাসন ফিরেও তাকায় না! এত মানববন্ধন, প্রতিবাদ অথচ একের পর এক ঘটনা ঘটেই চলেছে।

সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যা বন্ধ নেই।

কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করেছে সন্ত্রাসীরা।

বেদম মারা হয়েছে এই সাংবাদিককে।

সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তাঁর নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাটি পূর্ব শত্রুতার জের বলা হচ্ছে যদিও এটা এত স্বাভাবিক নয়। প্রতিবেশী মিলনসহ আরও ৪-৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে।

পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন না এলে তাঁকে সেখানেই মেরে ফেলা হতো।

স্থানীয় লোকজন ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিকের উপর হামলা চালিয়ে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক হয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *