ঢাকা: ইউনূস প্রধান উপদেষ্টার পদে বসার পর থেকে একে একে বহু সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটেছে।
এবং তাঁদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দেওয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিকদের বিরুদ্ধে হত্যামামলার পাশাপাশি সাংবাদিক নিপীড়নের আরও নানা রূপ উঠে এসেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ, রাজনৈতিক কর্মীদের হুমকি এবং নির্বাসনে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
এবং সাংবাদিক হেনস্থা এখনো হচ্ছে। এটি চরম লজ্জাজনক বাংলাদেশের জন্য।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ।
হোসাইন জিয়াদ বলেন, শনিবার (৪ অক্টোবর) জঙ্গল সলিমপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়। আজ ওই ঘটনার ফলোআপ দিতে গেলে ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
আহত মো. পারভেজ বলেছেন, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ আমাদের ওপর হামলা হয়। তারা অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আমাদের আঘাত করে।
আমরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি। মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। ক্যামেরা ভেঙেছে। পরে আমাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।