ঢাকা: জামায়াতে ইসলামী নাকি শান্তির পথের মানুষ? জামায়াত নাকি জান্নাতের টিকিট কাটে? ওরা নাকি কোনোদিন কোনো বিপথে যায় না? তা এই কি তাদের নমুনা?
এরা যে দেশ দখল করে বসে আছে, তা কারো অজানা নয়। সরকারের ভিতর সরকার চালাচ্ছে জামায়াত।
এখনও নির্বাচন হয়নি। ক্ষমতায় আসেনি এখনও। কিন্তু তার আগেই যে এরা প্রশাসন কিনে রেখেছে, তার প্রমাণ দিয়ে দিলো!
প্রশাসন এবং সরকারি অফিসারদের নিজেদের পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে জামায়াতের নেতা আশ্চর্যজনক দাবি করেন, শুধুমাত্র জনগণ দিয়ে নির্বাচন হয় না। প্রশাসনের অফিসারদের জামায়েতের অধীনে আনতে হবে।
আর সেটা এমনভাবে করতে হবে যে জামায়াতে যা বলবে, তাঁরা সেটা করবেন। তাঁরা উঠতে বললেন সরকারি অফিসাররা উঠবেন। তাঁরা বসতে বললে সরকারি অফিসাররা বসবেন।
তাঁরা যে ব্যক্তিকে গ্রেফতার করতে বলবেন, তাঁদের ধরবেন। আর যাঁদের বিরুদ্ধে মামলা করতে বলবেন, তাঁদের বিরুদ্ধে কেস রুজু করবেন।
শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের আমিরে জামায়াতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনি এলাকায়- যারা প্রশাসনে আছেন, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে তিনি এই কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুঝুন এবার রাজাকাররা কেমন হয়?
