ঢাকা: ঈদের ছুটি শেষ। বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে ফের ব্যস্ত কর্মজীবন শুরু।

বন্ধ শেষে চালু হয়েছে দেশের সরকারি সব দপ্তর। ঈদ উপলক্ষে ছুটি শুরু হয়েছিল ৫ জুন থেকে।

কর্মে ফিরে যাচ্ছেন আবার সকলে। ফলে ঢাকা ফের জ্যামে পড়েছে।

নেট নাগরিক একজন লিখেছেন:

‘ছুটি শেষ কর্মব্যস্ত জীবন শুরু কালকে। সকাল ১০ টার বাস ছাড়ছে ১ টায় ঢাকা আসতে রাত ২ টা।

তবুও আমরা যারা এসি বাসে আসি তারা একটু হলেও শান্তিতে থাকি। মানুষের কি যে অবস্থা ট্রাকের উপর পিকাপ ভ্যানে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চা জীবন মানুষকে কতকিছুই করতে বাধ্য করে’।

দেখা যায়, ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানীমুখী মানুষের ভিড়ে মুখর ছিল সড়ক, রেল ও বাস টার্মিনালগুলো। বাস, ট্রেন দুটোতেই যাত্রীর ভিড় ছিলো।

এছাড়াও, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল উল্লেখযোগ্য হারে বেশি।

শনিবার দেখা যায় সারাদিন রাজধানীর যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী, সায়েদাবাদে শহরে ফেরা মানুষের ভিড়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *