ঢাকা: ইউনূস কি সরকার নাকি সার্কাস বলা যায়? বলা যায় অবশ্যই! নির্বাচন নেই, গণমাধ্যম নেই, শিল্প নেই— আছে শুধু মঞ্চে দাঁড়িয়ে “নোবেলীয়” নাটক!
জামায়াত শিবিরের সহায়তায় আর মার্কিন ডলারে চলছে সরকার।
ইউনূস শান্তির নামে নাটুকে কথা বলে বসেছেন গদিতে, আজ তার ছায়ায় দাঁড়িয়ে বাংলাদেশে চলছে ধর্ষণ, নিপীড়ন, হানাহানি। এই কি ইউনূসের ‘নৈতিক’ নেতৃত্ব?
আওয়ামী লীগ ছাড়া জনগণের আস্থা নেই। এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে জনগণের আস্থা নেই।
সেটা খুব ভালোই জানে নির্বাচন কমিশন।
এত অরাজক পরিস্থিতিকে নির্বাচন কমিশনার বললেন ভালো পরিস্থিতি। ইউনূস, এনসিপি জামাতের হাতের পুতুল হয়েছে এই নির্বাচন কমিশন।
নির্বাচনে মানুষের আস্থা ফেরানোটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (৯ আগস্ট) রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ।
বিশ্বের অনেক দেশের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সংশ্লিষ্ট সবক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোটাও বড় চ্যালেঞ্জ।
বিগত সময়ের নির্বাচনগুলো নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবারের নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।