ঢাকা: বিএনপি র সাথে টোকাই দল এনসিপির প্রধান যুদ্ধ হতে যাচ্ছে সামনে মার্কা বা প্রতীক নিয়ে।

এন সি পি ৩ টা প্রতীক ক্রমান্বয়ে রেখেছিলোঃ ১) শাপলা ২) কলম ৩) মোবাইল ফোন।

এবার ৩ টার বিরুদ্ধেই বিভিন্ন দল লেলিয়ে দিছে বিএনপি। চাঁদাবাজ বিএনপির সাথে টোকাই এনসিপির লড়াই।

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।
পরবর্তী পছন্দ হিসাবে দেয়া আছে কলম ও মোবাইল ফোন।

তবে বিষয় হলো, কলম ভালো প্রতীক, তবে খাতা ছাড়া অসম্পূর্ণ, আবার সাইজেও ছোটো, বলতেও সময় কম লাগে, তাই স্লোগানে প্রয়োজনীয় ঝাঁজ আসবে না বলে মনে হয়!

ভয়ঙ্কর অবস্থা দলগুলোর।

নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত পূরণ হবে কিনা, এটাই তো এখনও নিশ্চিত না, তবে প্রতীক বরাদ্দ পেতে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।

এনসিপি বলেছে, আরও দুটি প্রতীক পছন্দ থাকলেও শাপলা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। প্রয়োজনে রাজনৈকিভাবে লড়বে।

এইদিকে আবার সোমবার জনস্বার্থে বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন মোবাইল প্রতীক এনসিপিকে বরাদ্দ না দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন করেছেন।

মার্কা নিয়ে টানাটানি শুরু হয়েছে। অথচ দলের ভীত কেঁচোয় খাচ্ছে।

মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “আমরা ২০২২ সালের অক্টোবরে তৎকালীন ইসির কাছে নিবন্ধন চেয়ে আবেদনের সময়ই মোবাইল প্রতীক চেয়েছি। মোবাইল নিয়ে আমরা দলের প্রচারেও রয়েছি। এবারও আমরা আবেদনের সময় একই প্রতীক চেয়েছি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *