ঢাকা: বাংলাদেশ ধ্বংস করে ইউনূস এন্ড কোং এর সফলতা। পাকিস্তানের নামেই যেমন জঙ্গীবাদ মনে আসে প্রথমে, বাংলাদেশকে নষ্ট করে এই দেশের ইমেজ সেভাবেই তৈরি করে দিয়েছেন এক বছরে ইউনূস।
জঙ্গীবাদ উস্কে দিয়ে, জঙ্গীবাদের চাষ করে সব করেছে ইউনূস গং।
বেকার সমস্যা তো দিনে দিনে বাড়ছেই। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে দেশে কর্মসংস্থানে বড় ধাক্কা লেগেছে। তাতে বাড়ছে বেকারত্ব।
হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে, রিক্সাওয়ালা থেকে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পগুলো বন্ধ প্রায়!
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম হুহু করে বাড়ছে বাংলাদেশে, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠছে !
অথচ যারা এর পরিবর্তন করলো তারা আজ কোটিপতি, একদিন যারা খেতে পেতো না!
আবেগি কথা দিয়ে দেশ চলে না, বর্তমান এই অবৈধ সরকারের কোন নীতি নেই দেশকে পরিচালনার জন্য।
দেশে এখনও স্নাতক ডিগ্রিধারীদের ৩ জনের একজন বেকার। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। যেহেতু ঢাকায় জনগণ বেশি। এই বিভাগে বেকার আছে ৬ লাখ ৮৭ হাজার জন।
পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এ চিত্র। এতে বলা হয়, দেশে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার।
শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে দেশে, বেড়েছে বেকারের সংখ্যা।
১৫ থেকে ২৯ বছর বয়সী যুব বেকারদের মধ্যে প্রায় ২৯ শতাংশ স্নাতক। পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪-এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, দেশে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২০ হাজারে, যা ২০২৩ সালে ছিল ২৪ লাখ ৬০ হাজার।