ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারলেও ঠিক কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে ঐকমত্য হয়নি।
নতুন নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধন্দ আছে।
১৯ জুন ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সমাপনী ব্রিফিংয়ে কথাগুলো বলেন আলী রীয়াজ।
বলেন, “সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চান সবাই। তবে নতুন প্রক্রিয়ার প্রায় পুরোটাই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সঙ্গে সম্পর্কিত। তাই আগে আইনসভা নিয়ে সিদ্ধান্তে আসতে হবে।”
আলী রীয়াজ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে ৫০০ ভোটের ইলেকটোরাল কলেজ হবে, নাকি জেলা পরিষদ-সিটি কর্পোরেশন যোগ হবে- এর অনেক কিছুই নির্ভর করছে আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হবে কিনা তার ওপর।
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় চূড়ান্ত মীমাংসায় আসতে চাইলে আগে আইনসভার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।”
২২ জুন আবার বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর সাথে।