ঢাকা: বাংলাদেশে খোলাবাজারে টাকার দাম হুঁ হুঁ করে বাড়লো।
নতুন টাকা কিনতে জনগণের বান্ডিলপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি গুণতে হচ্ছে।
ক্রেতারা দেখছেন ঠিকই, তবে চড়াদাম শুনে আর সাহস করছেন না। চাহিদার তুলনায় কম নোট বাজারে ছাড়ায় বেশির ভাগ ক্রেতা নতুন নোট হাতে পায়নি।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। মতিঝিল ও গুলিস্তানে দেখা গেছে, ২০ ও ৫০ টাকার নতুন নোটের প্রতি বান্ডিল ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। গলাকাটা দাম।
দেশে সবকিছুতেই কালোবাজারি হয়। মৌসুমি ব্যবসায়ীরাও সুযোগবুঝে কোপ দিচ্ছেন। নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছেন।
নতুন নোটে জাতির পিতাকে বাদ দেয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়া নোট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি–সংবলিত নতুন নোট ২ জুন বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।