ঢাকা: বাজারে আগুন লেগেছে। জনগণ নাজেহাল হয়ে যাচ্ছে জিনিসপত্র কিনতে গিয়ে। খাবে কী? জিনিস দেখবে না কিনবে?
ইউনূস বসে রাজত্ব করছেন। দেশে অরাজকতা লাগিয়ে রেখেছেন, জঙ্গী পালছেন কিন্তু সাধারণ মানুষের জীবন কীভাবে চলবে সেটা দেখার নাম নেই।
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। নাগালের বাইরে মাছ, মাংস, ডিম।
অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা সরবরাহ কমের অজুহাত দেখালেও, এগুলো সরাসরি সিন্ডিকেট।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে সবজির দাম।
সবচেয়ে বেশি বেড়েছে মরিচ, টমেটো, বেগুনের দাম। মরিচ কেজিতে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়।
এক কেজি বেগুন এখনো ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা প্রতি কেজি ৯০-১০০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি ৮০-৯০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, চিচিংগা-ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।
মাছের দাম তো আকাশছোঁয়া। মুরগির দামও বেড়েছে।
শুধু তাই নয়, বেড়েছে ডাল ও মসলার দামও।