ঢাকা: বাজারে জিনিসপত্রের আগুন পোড়া দাম। সবজি, মাছ, ডিম সবকিছুর দাম বেড়েছে।
রাজধানীর বাজারগুলোতে প্রতিদিন বেড়েই চলেছে সবজি ও মাছের দাম। মুরগি আগের দামে বিক্রি হলেও আরও বেড়েছে ডিমের দাম।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরের টাউনহল কাঁচাবাজার এবং কারওয়ান বাজারে এমন দৃশ্যই দেখা গেছে।
ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। বলছেন, দিন দিন আরও লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে সবজির দাম। বাজার পরিদর্শনের কেউ নেই। সবজিতে হাত দেয়াই যায় না।
বাজারে প্রতি কেজি টমেটোর দাম হয়েছে ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের কেজি ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এবং কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির জন্য সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কমছে না।
এদিকে, চাষের রুই ও কাতলাসহ বাড়তি দামে বিক্রি হচ্ছে টেংরা, পাবদা এবং অন্যান্য মাছ।
বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০ থেকে ১০০০ টাকা, কোরাল ৮৫০ থেকে ৯০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের রুই ৩০০ থেকে ৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের দাম বেড়ে গিয়েছে। প্রতি ডজনে ৫ টাকা বেড়ে এখন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এবং প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
