চট্টগ্রাম: জামাত শিবির সারাদেশটাকে নরক বানিয়ে রেখেছে। আর তাতে প্রশ্রয় অবৈধ ইউনূসের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইদিনের পরিস্থিতি ভয়াবহ। তবে জনগণ মারাত্মক ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাই কোনো অবস্থাতেই শিবিরকে ছাড় দেবে না তারা।

এবার বেরিয়ে এলো সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরের গুপ্ত রাজনীতির খবর। ছাদ থেকে ফেলে দেওয়া শিক্ষার্থী একজন শিবির নেতা।

গত বছর এই শিবির ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাদ থেকে ফেলে দিয়েছিলো। মাত্র এক বছরের ব্যবধানে জনগণ প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শিবির হেলমেট পরে রামদা নিয়ে কচুকাটা করছিলো। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে একদম ফেলে দেয় স্থানীয়রা। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু।

তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী।

তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।’

মো. শাহ আলম নামে একজন ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু মো. রাজিউর রহমান রাজুকে (আমার এলাকার বালিয়াডাঙ্গী) বাঁচাতে গেলে, বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল।

তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল। কোনোমতে আমরা সেখান থেকে চইলা আসি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *