ঢাকা: দেশে নির্বাচনের নাম নেই, এরা আবার প্রবাসী ভোট নিয়ে নাচানাচি শুরু করেছে!
খুন, ধর্ষণ, চাঁদাবাজি , ছিনতাই যেন কোনভাবেই থামছেনা । প্রশাসন থেকে শুরু করে পুলিশ -সেনাবাহিনী কোথাও কোন চেইন অফ কমান্ড বলতে কিছু নাই।
কে কার পক্ষে কাজ করছে বলাটা মুশকিল । চারিদিকে শুধু ষড়যন্ত্র চলছে । সকল রাজনৈতিক দল এখন ক্ষমতামুখী। যেভাবেই হোক এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।
তবে যেটাই হোক, যেকোন মূল্যে মানুষ বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ চাইছে । দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করছে।
বিএনপি চায় গতানুগতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, জামাত চায় পিআর পদ্ধতিতে নির্বাচন। এনসিপি চায় গণপরিষদ নির্বাচন, সংস্কার ও সংবিধান বাতিল। সবমিলিয়ে হযবরল অবস্থা দেশে।
ইসিও নিজেদের স্বতন্ত্রতা বিসর্জন দিয়েছে।
দেশের ভেতরে তিন শ্রেণির ভোটারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে পোস্টাল ব্যালট।
অনলাইন নিবন্ধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন। আর নির্ধারিত সময়ের মধ্যে আসনভিত্তিক ব্যালট পেপার আনা-নেওয়ার কাজটি করা হবে নির্বাচন কর্মকর্তার মাধ্যমে।
ডাক বিভাগ পুরো কাজের তত্ত্বাবধানে থাকলেও নিয়ন্ত্রণ থাকবে ইসির এডহক কমিটির হাতে, যেখানে সংশ্লিষ্ট সব সংস্থা ও বিভাগের প্রতিনিধি থাকবেন।
কোটির বেশি প্রবাসী থাকলেও এবার নিবন্ধন করতে পারবেন শুধুমাত্র ভোটার হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিরা।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এ পদ্ধতি কীভাবে কার্যকর করা যায়, এর একটা খসড়া আমরা করেছি। এ নিয়ে ব্যাপক প্রচারণা চালালে প্রবাসীরা আগ্রহী হবেন এবং উল্লেখযোগ্য প্রবাসী ভোটার পাব বলে আশা করছি।”