ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা আজ ভঙ্গুর জায়গায় এসে দাঁড়িয়েছে। এবারের বাজেটে অন্তর্ভুক্তিমূলক কোনো মৌলিক সংস্কার দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের বাজেটিং এটি। অর্থনীতির মূল স্রোত যারা প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচে, তাদের জন্য বাস্তব কোনো পরিকল্পনা নেই বাজেটে।

বিনিয়োগ হ্রাসপ্রাপ্ত, বৈদেশিক বিনিয়োগ তো আরও অনিশ্চিত।

এদিকে, অবৈধ সিন্ডিকেট, কালো টাকার চক্র, বাজার ব্যবস্থায় অনিয়ন্ত্রিত দখলবাজির কারণে বাজার এক অদৃশ্য শক্তির হাতে বন্দী এখন।

এদিকে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধি মধ্যবিত্তের রক্ত শোষণ করছে। কালোবাজারি, মুনাফালোভী, মজুমদারেরা এই সমস্যাকে আরো প্রকট করে তুলেছে।

কর্মসংস্থান সৃষ্টির নির্দিষ্ট কোনো রূপরেখা এই বাজেটে নেই।

প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে। এই মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার, ১৮ জুন রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি বাজেট সম্পর্কে এই কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটে অনেক প্রত্যাশা ছিল। তা বাস্তবায়ন দেখতে পাইনি। এটি হতাশা বাজেটে পরিণত হয়েছে।

তিনি বলেন, যে প্রত্যাশা থেকে ৫ আগস্ট হয়েছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রয়োজন সামনে এসেছিল, বাজেটে তা প্রতিফলিত হয়নি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে দাবি ছিল তা প্রতিফলিত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *