ফরিদপুর: জ্বলছে বাংলাদেশ! কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুনে পুড়লো বই-কম্পিউটার! শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন! কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট।
নারায়ণগঞ্জে মেঘনা চিনির মিলে আগুন লেগেছে।
এবার ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ আগুন পুড়ে ছাই হয়ে গেলো ২০টা দোকান!
মানুষ এর স্বপ্নগুলো পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে।
এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
বলা হচ্ছে, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাদিরদী বাজারের মাছ বাজারের পাশে নাসিরের দর্জি দোকানের থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আদতে কী, তা তো খোদা জানে! তদন্তকারীরাও তো বলবে না সত্য ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে অগ্নি নির্বাপণের কাজ করে। রাত পৌনে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
