ঢাকা: বিএনপি এত জনপ্রিয় তাহলে বিএনপি-র এত ভয় কিসের? বিএনপির সন্ত্রাসী মনোভাবের এক একটা কর্ম আগেও দেখিয়েছে এখনো দেখাচ্ছে । দ্রুত নির্বাচনের জন্য অস্থির বিএনপি কিন্তু পিআর চায় না।
পরিষ্কার জানিয়ে দিলেন সালাহউদ্দিন আহমেদ। গণতন্ত্র দেখতে চায় না বিএনপি।
পিআর পদ্ধতিতে জনগণের প্রকৃত রায়ের ভিত্তিতে আসন বণ্টিত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছেন তাদের উদ্দেশ্য আছে। নির্বাচন বিলম্ব অথবা বানচাল করতে চান তারা।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।