নারায়ণগঞ্জ: ফের সাংবাদিকের ওপর হামলা। ইউনূস আমলে যা প্রথম থেকেই হয়ে আসছে।
অনেক সাংবাদিকের বিরুদ্ধে অযাচিত অভিযোগ করা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।
সাংবাদিকদের বিরুদ্ধে হত্যামামলার পাশাপাশি সাংবাদিক নিপীড়নের আরও নানা রূপ উঠে এসেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ, রাজনৈতিক কর্মীদের হুমকি এবং নির্বাসনে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
হামলার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা আতা-ই-রাব্বির বাবা শাহাদাত হোসেনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায়।
পুলিশ অভিযুক্ত শাহাদাত হোসেনকে (৬০) আটক করেছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
যারা হামলার শিকার হয়ে আহত হয়েছেন, তাঁরা হলেন, জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ, ক্যামেরাপার্সন আবদুল্লাহ আল মামুন এবং আয়াজ।
ক্যামেরাপার্সন আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করা হয়ে। এবং তাদের টেনে হেঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে সঙ্গে থাকা ক্যামেরা-মোবাইল ভেঙে ফেলা হয়।
