চট্টগ্রাম: চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এবং স্ত্রীসহ তিনজনকে এই দণ্ড দিয়েছে।

চার বছর আগের এই ঘটনা।

সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম।

দণ্ডিতরা হলেন- রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়।

স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী রিমা আক্তারসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

পরকীয়া সম্পর্কের কারণে এই খুন বলে প্রমাণিত হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকার জয়নাল আবেদিনকে হত্যা করা হয়।

বলা হয়, শাহাদাত হোসেন, আবদুল কাইয়ুমের সাহায্যে স্ত্রী রিমা আক্তার স্বামী জয়নাল আবেদিনকে হত্যা করে।

তবে স্ত্রী হত্যায় নারীর বিচারের বিষয়টি আমাদের ভাবাচ্ছে! স্ত্রী নির্যাতন ভয়ঙ্করভাবে বাড়ছে দেশে।

শুধু স্ত্রী নির্যাতন নয়, ঘরের বাইরে মেয়েরা বের হতে পারে না ইভটিজিং, ধর্ষণের ভয়ে। কার কখন পালা আসে কিচ্ছু বলা যায় না।

অথচ যতই অপরাধ হোক, ধর্ষক, অত্যাচারী পার পেয়ে যাচ্ছে। বিচার প্রক্রিয়া আর এগোয় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *