ঢাকা: আজ ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মুহূর্তেই অচল হয়ে যায় প্রিয়জনের হাসি-খুশি জীবন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে এই ঘটনাটি ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– আরমান, রাইসা ও তানজিল।
জানা যাচ্ছে, প্রাইভেটকারটির চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামলে আরোহীরা তাকে রেখেই গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা।
সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেটকারটি।